Fundamentalism-and-Freedom-of-Expression-by-Zakir-Naik-Bangla [www.islamerpath.wordpress.com]

মৌলবাদ বনাম মুক্তচিন্তা

ডা. জাকির নায়েক বর্তমানে ইসলামের একজন অন্যতম দাঈ হিসেব কাজ করছেন। মাঝে মাঝে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আন্ত:ধর্ম বিতর্কে অংশগ্রহণ করেন। এরকমই একটি বিতর্ক হলো মৌলবাদ বনাম মুক্ত চিন্তা। এটি মূলত একটি লেকচার যেটি সংগঠিত হয়েছিলো খ্রিষ্টান ধর্মযাজক ফাদার মায়রান প্যারেইরা, হিন্দু ধর্ম বিশেষজ্ঞ ডা. বাসুদেব বিয়াস, তাসলিমা নাসরিনের লজ্জা বইটির মারাঠ ভাষায় অনুবাদক অশোক মারাঠি এবং ডা. জাকির নায়েকের মধ্যে। এই লেকচারে অনেক বক্তা মৌলবাদকে মুক্তচিন্তার অন্তরায় প্রমাণে সচেষ্ট হলেও ডা. জাকির নায়েক এখানে প্রমাণ করেছেন – ধর্মীয় মৌলবাদ মুক্ত ও স্বাধীন চিন্তাকে কখনই বাধা দেয় না।  বর্তমান বিশ্বে অমুসলিমরা মুসলিম মৌলবাদকে বিশেষভাবে চিহ্নিত করতে চাইলেও ডা. জাকির নায়েক এখানে প্রমাণ করেছেন মৌলবাদ সর্বব্যাপী সমস্যা। এটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়।

বইটি ডাউনলোড করুন [2.75 MB]

ডা. জাকির নায়েকের আরো বই ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

কৃতজ্ঞতায়: ওয়ে টু জান্নাহ

মন্তব্য করুন